<

Expert Opinion (বাংলা)


এই গরমে যদি ঠান্ডা লেগে যায়

ডা. মো. শরিফুল ইসলাম

১। নাক বন্ধ থাকলে, একটা গামলায় গরম পানিতে কয়েক ফোঁটা মেনথল দিয়ে মাথা তোয়ালে দিয়ে ঢেকে সেই গরম ভাপ নাক দিয়ে টেনে নিতে পারেন।


২। প্রচুর পানি পান করুন। এ সময় বারবার গলা শুকিয়ে যায়, দেখা দেয় পানিশূন্যতা। আদা দেওয়া লেবু–চা পান করলে আরাম পাবেন। শর্ষে, রসুন, গোলমরিচ ইত্যাদি মসলাযুক্ত খাবার এ সময় আরামদায়ক।


৩। বেশির ভাগ ক্ষেত্রেই ঠান্ডা সমস্যা অ্যালার্জি বা ভাইরাসজনিত। এতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। প্রদাহ বা ব্যথার অস্বস্তি দূর করতে প্যারাসিটামল জাতীয় ওষুধই যথেষ্ট। তবে জ্বর ১০৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে বা ১০ দিনের মধ্যে ভালো না হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

দাদ হলে করণীয়

ডা. আনজিরুন নাহার আসমা [সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা]

১। পরিষ্কার-পরিচ্ছন্ন সুতি কাপড় পরিধান ও অতিরিক্ত ঘামের হাত থেকে রক্ষা পেতে ঠান্ডা বা বাতাসের চলাচল ভালো এমন পরিবেশে থাকার চেষ্টা করা

২। শরীর ঘেমে গেলে তা ধুয়েমুছে শুকানো।

৩। পরিধানের কাপড় ও অন্য ব‍্যবহার্য দ্রব‍্যাদি অন্যের সঙ্গে ভাগাভাগি না করা।

৪। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা