<

বাংলা


বিউটামিরেট সাইট্রেটঃ

১। ৭.৫মিগ্রা/৫মিলি সিরাপ

২। ৫মিগ্রা/মিলি ড্রপ

৩। ৫০মিগ্রা এসআর ট্যাবলেট


খুব পরিচিত ব্র‍্যান্ড

মিরাকফ (Mirakof)


বিউটামিরেট সাইট্রেট সম্পর্কে যা জানা উচিতঃ


প্রশ্নঃ বিউটামিরেট ব্যবহারে কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।

উত্তরঃ বিউটামিরেট ব্যবহারে মাথা ঘোরা, বমি বমি ভাব, ডায়রিয়া, চুলকানিসহ ত্বকে ফুসকুড়ি দেখা যেতে পারে। এ জাতীয় সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিনন।


প্রশ্নঃ বিউটামিরেট ব্যবহারের সময় কি গাড়ি বা মেশিন চালানো যাবে?

উত্তরঃ বিউটামিরেট ব্যবহারে মাথা ঘোরা, বমি বমি ভাব হতে পারে বলে এটি ব্যবহারের সময় গাড়ি বা মেশিন চালানো যাবে না।


প্রশ্নঃ গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে কি বিউটামিরেট ব্যবহার করা যাবে?

উত্তরঃ গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে রিস্ক-বেনেফিট অনুযায়ী চিকিৎসকের পরামর্শক্রমে ব্যবহার করা উচিৎ। তবে গর্ভাবস্থাযর প্রথম ট্রাইমেস্টারে এটি ব্যবহার করা উচিৎ নয়।


প্রশ্নঃ বিউটামিরেট ও কফ সিরাপ (কফ এক্সপেকটোরেন্ট) কি একসংগে ব্যবহার করা যাবে?

উত্তরঃ বিউটামিরেট ও কফ সিরাপ (কফ এক্সপেকটোরেন্ট) একসংগে ব্যবহার করা যাবে না; কেননা তাতে শ্বাস কষ্ট এবং/বা ফুসফুসের সংক্রমণ হতে পারে।


তথ্যসূত্রঃ https://www.drugs.com/uk/butamirate-7-5mg-5ml-syrup-leaflet.html (February 2017)
Disclaimer: Please note that this information should not be treated as a replacement for physical medical consultation or advice.

গ্লিক্লাজিডঃ

১। ৮০মিগ্রা ট্যাবলেট

২। ৩০মিগ্রা এমআর ট্যাবলেট

৩। ৬০মিগ্রা এমআর ট্যাবলেট


যেসকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় -

১। রক্তের গ্লূকোজ কমে যাওয়া (হাইপোগ্লাইসেমিয়া)।

২। পরিপাকতন্ত্রের সমস্যা যেমন- পেট ব্যথা, বমি বমি ভাব, বমি, বদহজম, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য।


এই ক্ষেত্রে কি করা উচিৎ-

১। রক্তের গ্লূকোজ কমে গেলে অল্প পরিমাণ সুগার গ্রহণ করা উচিৎ। তীব্রতার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালের শরণাপ্নন হোন।

২। রক্তের গ্লূকোজ যেন কমে না যায় সেজন্য যথাসময়ে পরিমাণমত শর্করা জাতীয় খাবার খাওয়া উচিৎ।

৩। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি ব্যাবহার করা উচিৎ নয়।


তথ্যসূত্রঃ Prescribing Information of Diamicron (www.medicines.org.uk/emc, 02/02/201)
Disclaimer: Please note that this information should not be treated as a replacement for physical medical consultation or advice.

মন্টিলুকাস্ট সোডিয়াম

১। ৪ মিগ্রা ওডিটি/ওরোডিসপারসিবল ট্যাবলেট

২। ৫ মিগ্রা ওডিটি/ওরোডিসপারসিবল ট্যাবলেট

৩। ১০ মিগ্রা ট্যাবলেট


খুব পরিচিত ব্র‍্যান্ড

মোনাস (Monus)


মন্টিলুকাস্ট সোডিয়াম সম্পর্কে যা জানা উচিতঃ


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট কি এজমার তীব্র অবস্থা নিরাময়ে ব্যবহার করা যায়?

উত্তরঃ এজমার তীব্র অবস্থা নিরাময়ে মন্টিলুকাস্ট ব্যবহার করা হয় না। তীব্র অবস্থা নিরাময়ে এজমার রেসকিউ মেডিকশন দেওয়া উচিৎ।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট কখন খাওয়া সঠিক?

উত্তরঃ মন্টিলুকাস্ট সন্ধ্যায় খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট কি খাবারের সাথে খেতে হয়?

উত্তরঃ মন্টিলুকাস্ট খাবারের আগে বা পরে যেকোন সময় খাওয়া যেতে পারে।


প্রশ্ন ১. এসপিরিন বা NSAIDs এর প্রতি রোগীর এলার্জি থাকলে মন্টিলুকাস্ট কি ব্যবহার করা যাবে?

উত্তরঃ ব্যবহার করা যাবে না।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট ব্যবহারে কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে?

উত্তরঃ মন্টিলুকাস্ট ব্যবহারে ঊর্ধ শ্বাসনালীর সংক্রমণ, জ্বর, মাথা ব্যথা, ফ্যারিঞ্জাইটিস, কাশি, পাট ব্যথা, ডায়রিয়া, মধ্যকর্ণের প্রদাহ, সর্দি, নাক দিয়ে পানি পড়া, সাইনুসাইটিস হতে পারে।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট ব্যবহারে কি রোগীর মানসিক স্বাস্থ্যের কোন পরিবর্তন হয়?

উত্তরঃ মন্টিলুকাস্ট ব্যবহারে রোগীর মানসিক স্বাস্থ্যের পরিবর্তন এমনকি আত্মহত্যার চিন্তাভাবনাও রোগীর মধ্যে দেখা যেতে পারে। এ জাতীয় সমস্যা হলে বা সন্দেহ হলে প্রথমে মন্টিলুকাস্ট বন্ধ করতে হবে এবং পরবর্তীতে চিকিৎসক বা হাসপাতালের সাহায্য নিতে হবে।

প্রশ্ন ১. মন্টিলুকাস্ট এর সাথে রোগীর আত্মহত্যার কোন সম্পর্ক আছে?

উত্তরঃ মন্টিলুকাস্ট ব্যবহারে রোগীর মানসিক স্বাস্থ্যের পরিবর্তন এমনকি আত্মহত্যার চিন্তাভাবনাও রোগীর মধ্যে দেখা যেতে পারে। এ জাতীয় সমস্যা হলে বা সন্দেহ হলে প্রথমে মন্টিলুকাস্ট বন্ধ করতে হবে এবং পরবর্তীতে চিকিৎসক বা হাসপাতালের সাহায্য নিতে হবে।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট কি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যায়?

উত্তরঃ এজমার ক্ষেত্রে এটি ১ বৎসর বা তার বেশি বয়সের বাচ্চাদের ব্যবহার করার সুপারিশ করা হয়।

এক্সারসাইজ-ইনডিউসড- ব্রঙ্কোকন্সট্রিকশনের ক্ষেত্রে এটি ৬ বৎসর বা তার বেশি বয়সের বাচ্চাদের ব্যবহার করার সুপারিশ করা হয়।

সিজোনাল রাইনাইটিসের ক্ষেত্রে এটি ২ বৎসর বা তার বেশি বয়সের বাচ্চাদের ব্যবহার করার সুপারিশ করা হয়।

পেরিনিয়াল রাইনাইটিসের ক্ষেত্রে এটি ৬ মাস বা তার বেশি বয়সের বাচ্চাদের ব্যবহার করার সুপারিশ করা হয়হয়।


প্রশ্ন ১. গর্ভাবস্থায় কি মন্টিলুকাস্ট ব্যবহার করা যাবে?

উত্তরঃ এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে গর্ভাবস্থায় ও মাতৃদুগ্ধ দানকালে মন্টিলুকাস্ট ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় নি। রিস্ক-বেনেফিট চিন্তা করে চিকিৎসক এটি ব্যবহারের পরামর্শ দিতে পারেন।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট ব্যবহারকালে কি বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করানো যাবে?

উত্তরঃ এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে গর্ভাবস্থায় ও মাতৃদুগ্ধ দানকালে মন্টিলুকাস্ট ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় নি। রিস্ক-বেনেফিট চিন্তা করে চিকিৎসক এটি ব্যবহারের পরামর্শ দিতে পারেন।


প্রশ্ন ১. বয়স্কদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট ব্যবহারের কি মাত্রা কমানোর প্রয়োজন হয়?

উত্তরঃ মাত্রা কমানোর প্রয়োজন নেই।


প্রশ্ন ১. কিডনি সমস্যা থাকলে কি মন্টিলুকাস্ট ব্যবহার করা যাবে?

উত্তরঃ মাত্রা কমানোর প্রয়োজন নেই।


প্রশ্ন ১. লিভারের সমস্যা থাকলে কি মন্টিলুকাস্ট ব্যবহার করা যাবে?

উত্তরঃ মাত্রা কমানোর প্রয়োজন নেই।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট কি চুষে খাওয়া যায়?

উত্তরঃ চিউয়েবল বা ওরোডিসপার্সিবল ট্যাবলেট চুষে খাওয়া যায়।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট কি পানিতে মিশিয়ে খাওয়া যায়?

উত্তরঃ ওর‍্যাল গ্রানুউল পানিতে, বেবি ফর্মুলায়, মাতৃদুগ্ধে , আপেল সসে, আইস ক্রিম বা নরম খাবারের সাথে মিশিয়য়ে খাওয়া যায়। তবে এ মিশ্রন তৌরির ১৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট কি দিনে ২টি মাত্রা (ট্যাবলেট) ব্যবহার করা যাবে?

উত্তরঃ মন্টিলুকাস্ট দিনে ২টি মাত্রা (ট্যাবলেট) ব্যবহার করা যাবে না।


প্রশ্ন ১. মন্টিলুকাস্ট ব্যবহারে কোন সমস্যা হলে কি করতে হবে?

উত্তরঃ দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা হাসপাতালে যোগাযোগ করতে হবে। এছাড়াও ডিজিডিএ এর ADRM cell- এ রিপোর্ট করতে হবে। ADRM cell-এর ঠিকানাঃ http://dgdagov.info/index.php/adrm/adrm-entry-form


তথ্যসূত্রঃ মূল প্রেসক্রাইবিং ইনফরমেশন (Singulair, 6/2021)
Disclaimer: Please note that this information should not be treated as a replacement for physical medical consultation or advice.